বিসিএস প্রিলি রেকর্ডেড কোর্স
বিসিএস তথা বাংলাদেশ সিভিল সার্ভিসে চাকরির স্বপ্ন দেখে না, এমন মানুষ পাওয়া দুষ্কর। মাত্র ৩ হাজার নিয়োগের বিপরীতে সর্বশেষ ৪৬ তম বিসিএস পরীক্ষায় আবেদন করেছে ৩ লাখ ২৫ হাজারেরও বেশি চাকরি প্রত্যাশী! তাই, বিসিএস ক্যাডার হওয়ার প্রস্তুতি কী পরিমাণ কষ্টকর তা-ও কারও অজানা থাকার কথা নয়। এত এত জিনিস থেকে কীভাবে পড়ব, কোথা থেকে পড়ব এসব ভাবতে ভাবতেই যাদের দিন যাচ্ছে, তাদের জন্য টেন মিনিট স্কুল নিয়ে এসেছে ৪৭তম বিসিএস পরীক্ষার জন্য একটি প্রিলি রেকর্ডেড কোর্স।
বিসিএস পরীক্ষার প্রথম ধাপ অর্থাৎ প্রিলিমিনারী পরীক্ষাতেই বেশিরভাগ মানুষ ঝড়ে যায়। তাই, এই ধাপটা অনেক বড় চ্যালেঞ্জিং একটি ধাপ। সে কারণে প্রিলি অংশের জন্য খুব ভালো প্রস্তুতি প্রয়োজন। তাই, আমাদের কোর্সটি সাজানো হয়েছে বিসিএস ক্যাডার ও অভিজ্ঞ শিক্ষক প্যানেল দিয়ে যাতে আপনার এই ৪৭তম বিসিএস যাত্রা সহজ ও সুগম হয়।