learnerssuccess

ফাইভার মার্কেটপ্লেসে নতুনদের জন্য ৫টি টিপস

১. গিগ এ টার্গেট কীওয়ার্ড স্মার্টলি ব্যবহার করুন

ফাইভার এর গিগ এর টাইটেল ও ডেসক্রিপশন এ আপনার টার্গেট সঠিকভাবে ব্যবহার করুন। গিগ ডেস্ক্রিপশনে টার্গেট কীওয়ার্ডগুলো অন্তত ৩-৪ বার করে দিন। তবে কীওয়ার্ড জোর করে যেন না ঢুকানো হয়। এছাড়াও গিগ এর টাইটেল এ অন্তত ২ টা কীওয়ার্ড টার্গেট করা যেতে পারে।

২. একই নিশ এর উপর সার্ভিস প্রদান করুন

ফাইভার মার্কেটপ্লেসে আলাদা আলাদা ক্যাটাগরি এর সার্ভিস না দিয়ে একই ক্যাটাগরি এর আলাদা আলাদা সার্ভিস প্রদান করা ভালো। যেমন যদি শপিফাই নিয়ে কেও কাজ করে শপিফাই ওয়েবসাইট ডিজাইন, ল্যান্ডিং পেজ, স্পিড অপ্টিমাইজেশন এরকম শুধু শপিফাই রিলেটেড সার্ভিস দেয়া যেতে পারে।

৩. ফাইভার গিগ এর সঠিক মার্কেটিং করা

linkedin, facebook, quora, twitter সহ অন্য সোশ্যাল মিডিয়া তে সার্ভিস রিলেটেড মার্কেটিং করা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে স্পামিং যেন না হয়। আমরা সার্ভিস রিলেটেড ইনফোরমেটিভ ও নতুন কোনো আপডেট বা টিপস টাইপ এর জিনিস গুলো শেয়ার করতে পারি, বা আমাদের করা প্রজেক্ট গুলোর কেস স্টাডি লিখতে পারি।

৪. ইউনিক সার্ভিস দেওয়ার চেষ্টা করুন

ফাইভার এর গিগ এর কম্পিটিশন কমানোর জন্য ইউনিক কোনো সার্ভিস বের করতে হবে, যেমন ফুল ওয়েবসাইট ডিজাইন সার্ভিস না দিয়ে ওয়েবসাইট রিডিজাইন সার্ভিস দেয়া যেতে পারে। জিনিস কিন্তু একই কিন্তু সার্ভিসটা ইউনিক।

৫. ক্লায়েন্টকে সবসময় খুশি রাখার চেষ্টা করুন

ফাইভার এর ক্লায়েন্ট এর প্রাইভেট রিভিউ ও রিটার্নিং বায়ার এখন গিগ রেংক করার অনেক বড় ২টা ফ্যাক্টর। সুতরাং দিন শেষ এ আমাদের ক্লায়েন্টদের যত্ন নিতে হবে এবং তাদের সন্তুষ্ট রাখতে হবে। এক্ষেত্রে দ্রুত ক্লায়েন্টকে রেসপন্ড করা, আফটার সেল সার্ভিস অফার করা যেতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Send via WhatsApp
Send via WhatsApp
Scroll to Top